ময়মনসিংহে মোবাইল কোর্টের ইট ভাটায় জরিমানা

ময়মনসিংহে মোবাইল কোর্টের ইট ভাটায় জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অভিযান সিসি নং- ৪০/২০২৩, জিডি নং- ৭৭, তারিখঃ ২০/৬/২০২৩খ্রিঃ মূলে সঙ্গীয় ফোর্সসহ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুক্তাগাছা ময়মনসিংহ মহোদয়ের নেতৃত্বে ২০/৬/২০২৩খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৪.০৫ ঘটিকার সময় কলাদিয়া, খামারের বাজার, মুক্তাগাছা, ময়মনসিংহে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় ঢাকা ব্রিকস (ইট ভাটা) এর মালিক মোঃ এমরান হোসেন(৩২), পিতা- হাজী শাহজাহান, মাতা- নাজমা খাতুন, সাং- খামারের বাজার, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহকে ১,০০০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় (যার মোবাইল কোর্ট মামলা নং-৩৮/২৪ তারিখ- ২০/৬/২০২৩ খ্রিঃ, ধারা- বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১) এবং একই তারিখ ১৪.৫৫ ঘটিকার সময় এবিসি ব্রিকস (ইট ভাটা) এর মালিক মোঃ হেলাল উদ্দিন (৫৩), পিতা- মৃত হোসেন আলী, মাতা- সখিনা বেগম, সাং- ৩/৪ বছিলা, থানা- মোহাম্মদপুর, ঢাকাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় (যার মোবাইল কোর্ট মামলা নং-৩৯/২৪ তারিখ- ২০/৬/২০২৩ খ্রিঃ, ধারা- বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *