ময়মনসিংহে পুলিশের উপর ককটেল নিক্ষেপ, গ্রেফতার -০৯

ময়মনসিংহে পুলিশের উপর ককটেল নিক্ষেপ, গ্রেফতার -০৯

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্র বিরোধী শ্লোগান দিয়ে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় নয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলো, রিয়াদুল ইসলাম শাহীন, রাকিবুল হাসান, মোঃ শফিকুল ইসলাম হামিম, মোঃ হুমায়ুন কবির, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ আওলাদ হোসেন, মাসুদ রানা, আল আমীন ও আবু নায়েদ মো: আব্দুল কাদের।

শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাটি বাড়েরা এলাকা থেকে কোতোয়ালী পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরিত ককটেলের টুকরা উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর ৩ নং ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ জহিরুল ইসলাম মুন্না শনিবার সকালে চরপাড়া এলাকায় ডিউটিকালে খবর পায় ভাটি ভাড়েরা ঢাকা-বাইপাস মহাসড়কে ময়মনসিংহ হোমিও হলের সামনে একদলভূক্ত উশৃঙ্খল জনতা দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্র বিরোধী শ্লোগান দিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকান্ড করছে।

এ সংবাদের সত্যতা যাচাই করে কর্তৃপক্ষের পরামর্শে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে চক্রটি পুলিশকে লক্ষ করে ৭/৮টি ককটেল বিস্ফোরণ করে। এ সময় পুলিশ উপরোক্ত নয়জনকে গ্রেফতার করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ টি বিস্ফোরিত কসটেপ মোড়ানো জর্দার কৌটা, এবং বিস্ফোরিত ককটেলের ৩ টি টুকরা উদ্ধার করে।

এ ঘটনায় ৩ নং ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শেখ জহিরুল ইসলাম মুন্না বাদি হয়ে আড়াইশত জনের নামে মামলা করেন। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, মামলার সুষ্ঠ তদন্ত, ন্যায় বিচার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামী কর্তৃক দেশ বিরোধী এহেন ষড়যন্ত্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও তাদের ভবিষ্যত রাষ্ট্র বিরোধী বেআইনী কার্যকলাপের তথ্য উপাত্ত সংগ্রহ, ককটেল প্রাপ্তির উৎস এবং ঘটনায় জড়িত মূল হোতাদের সনাক্ত করণে ৫ দিনের রিমান্ডসহ রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *