ময়মনসিংহে নিষিদ্ধ টাপেন্টাডল বিক্রি করায় ১জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন

ময়মনসিংহে নিষিদ্ধ টাপেন্টাডল বিক্রি করায় ১জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন

নিজস্ব প্রতিনিধি

২১ ই সেপ্টেম্বর  ময়মনসিংহের মুক্তাগাছায় মোঃ মাসুদ(৩৮) নামের একজনকে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস নিষিদ্ধ Tapentadol ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)।

জানা যায়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ২১ ই সেপ্টেম্বর ১৫.৩০ ঘটিকার সময় মুক্তাগাছা পৌরসভাধীন ভাবকির মোড়ে অবস্থানকালে মুক্তাগাছা থানাধীন চেচুয়া বাজারে কয়েকজন লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে বলে সংবাদ পান । তত প্রেক্ষিতে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণে এসআই জলিল সঙ্গীয় ফোর্সসহ চেচুয়া বাজারস্থ মাসুদ মেডিকেল হল নামক ঔষুধের দোকানের সামনে অবস্থান করেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে মোঃ মাসুদ(৩৮) পিতা- মোঃ আতিকুর রহমান, মাতা- মোছাঃ ফরিদা বেগম, সাং- চন্ডিমন্ডপ, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ`কে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষিদের উপস্থিতে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস নিষিদ্ধ Tapentadol নেশা জাতীয় ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য  ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা।

এছাড়াও আসামী মোঃ মাসুদ পুলিশের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় Tapentadol ট্যাবলেট দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেন।

পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *