মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত ওসির মতবিনিময়
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ( ওসি) মোল্লা আজিজুর রহমানের সহিত মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুপুর থানায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৯ টায় নবাগত ওসির আহবানে থানার” মধুকুন্জ ” গোলঘরে মত বিনিময় সভায় ওসি তদন্ত মুরাদ হোসেনসহ মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবির জুয়েল, দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ, প্রচার সম্পাদক আ: আজিজ, কার্যকরি সদস্য অধ্যাপক আবু সাইদ,আমিনুল ইসলাম মারুফি, মো. ইব্রাহীম আলী, মাহবুবুর রহমান, তানভির উদ্দিন তসির, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান তার বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ইতি পূর্বে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন, সেখানে তিনি জনবান্ধব ওসি হিসেবে সাধারণ মানুষের মাঝে পরিচিতি লাভ করেন।
এর আগে তাকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।