মধুপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ আনারস চাষে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সোমবার বিকলে উপজেলা কৃ্ষিকর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন মহির, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার, অতিরিক্ত কৃ্ষিকর্মকর্তা শাকুরা নাম্নী,
কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রীভা সহ উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন। আরও উপস্হিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী, সার ও কীটনাশক ডিলারগগন । আনারস চাষে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সচেতনতা মূলক সভায় নিরাপদ আনারস চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বক্তব্য দেন।