মধুপুরে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুপুর উপজেলা শাখার আয়োজনে ৮ এপ্রিল শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুপুর উপজেলা শাখার আয়োজনে ৮ এপ্রিল শনিবার সমিতির কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। এসময় উপস্হিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, মধুপুর থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান খান শামীম, শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ, সকল সদস্য সদস্যাগন, সুধী মহল
প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ, কার্যকরী কমিটির সদস্য মো. মিজানুর রহমান প্রমুখ।