মধুপুরে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিকে সংবর্ধনা

মধুপুরে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতিকে সংবর্ধনা
আঃ হামিদ মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে জোবায়ের আল মাহমুদ রিজভীকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় মধুপুর ও ধনবাড়ী ছাত্রদলের পক্ষ থেকে জোবায়ের আল মাহমুদ রিজভীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
শনিবার (২০ মে) সকাল ১১ টায় মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ধনবাড়ী ও মধুপুরের ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। বরণ শেষে প্রায় ৪ শতাধিক মোটর সাইকেল শোডাউন করে প্রথমে মধুপুর উপজেলার টেংরী গোরস্থানে এসে তিন তিন বারের সাবেক মেয়র মরহুম সরকার শহীদ এর কবর জিয়ারত করেন। পরে সরকার শহীদের বাস ভবন এ তার স্ত্রী আনোয়ারা খন্দকার লিলি ও একমাত্র ছেলে আদিত্য সরকারের শহীদ দেখা করে শোভাযাত্রাটি তার নিজ গ্রামের বাড়ী মোটের বাজারে গিয়ে শেষ হয়। তিনি মধুপুর উপজেলার মোটের বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ এর ছেলে। সহ-সভাপতি জোবায়ের আল মাহমুদ রিজভীর সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, তিতুমির কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। উক্ত সময় উপস্থিত ছিলেন তার পিতা পৌর বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সদস্য শামছুজ্জামান সেলিম সহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *