ব্যাপক উৎসাহ উদ্দীপণায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিতঃজাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার ২০২২ ও ২০২৩ এর ৩৩ টি ইভেন্টের প্রতিযোগিতা গত ১০ ও ১১ জুলাই উপজেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
এতে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় প্রাথমিক পর্যায় ও মাধ্যমিক পর্যায় ক,খ,গ গুরুপে বিভিন্ন ইভেন্টে ৬১ টি পুরস্কার পেয়ে উপজেলায় শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়ায় ইতিহাস সৃষ্টি করল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র সুদক্ষ নের্তৃত্বে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জ্ঞান, কুইজ, ক্রীড়া, চিত্রাংকন, সাঁতার, সংগীত, নৃত্য, হামদ-নাত, কেরাত, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয়, কুঠির শিল্প, মাটির কাজ ও বিজ্ঞানযন্ত্র উদ্ভাবন সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে।কিন্তু প্রত্যেক ইভেন্টে সর্বাধিক সংখ্যাক পুরস্কার পেয়ে সেরা হয় ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়।
তারই ধারাবাহিকতায় ১৩ জুলাই এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপজেলা পর্যায়ের প্রত্যেক ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে সংবর্ধিত ও এক আলোচনা সভা করা হয়।
এসময় ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন সুমন ভুঁইয়া এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আমজাদ হোসেন এর সঞ্চালনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী,শিল্পউদ্যোক্তা এবং ইকরা ফাউন্ডেশন এর সভাপতি ও বিদ্যালয়র পরিচালনা পর্ষদের সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন।
উল্লেখ্য-জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২২টি পুরস্কার পেয়ে দ্বিতীয় স্থান রয়েছে মোস্তফা বেগম গার্লস স্কুল, ১৭ টি পুরস্কার পেয়ে তৃতীয় স্থানে আছে গোলজার বেগম গার্লস স্কুল । তাছাড়া
বিজয়ী প্রতিযোগিদের পুরস্কারস্বরুপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে। উপজেলা পর্যায়ের প্রত্যেক ইভেন্টের প্রথম স্থান অধিকারীকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।
তাছাড়া শিশুদের প্রতিভা অন্বষণের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।