বিরল প্রজাতির লজ্জাবতী বানর, লক্ষী প্যাঁচাসহ ৪জন আটক, মোটর সাইকেল জব্দ

বিরল প্রজাতির লজ্জাবতী বানর, লক্ষী প্যাঁচাসহ ৪জন আটক, মোটর সাইকেল জব্দ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
২৭ জানুয়ারী চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বার আউলিয়া কলেজের সামনে লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাচারকালে মহাবিপন্ন প্রজাতির ২টি লজ্জাবতী বানর, ১টি লক্ষী প্যাঁচাসহ ৪জন যুবককে আটক করেছে থানা পুলিশ।এসময় দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের ৩ জনের বাড়ী আলিকদম,১ জন খুলনা জেলার
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন

এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত অফিসার আতিকুর রহমান,চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদুল হোসেনসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার আতিকুর রহমান বলেন,গোপন সংবাদে ভিত্ততে অভিযান চালিয়ে বান্দরবান পার্বত্য জেলা আলিকদম থেকে বিক্ররয়ের উদ্দেশ্যে ২ টি লজ্জাবতী বানর ১ টি লক্ষী প্যাঁচা চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। আমরা অভিযান চালিয়ে প্রাণী গুলো, ২ টি মোটরসাইকেল ও ৪ জন ব্যক্তিকে আটক করি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *