বিজয় দিবসে চকরিয়া উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
চকরিয়া প্রতিনিধি
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর (শনিবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শহীদদের স্মরণে চকরিয়া কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চকরিয়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর প্রেসক্লাব নেতৃবৃন্দ অংশ নেন মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ইবনে আমিন, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সহ-সভাপতি জনাব মনজুর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক জেপুলিয়ান দত্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাষ্টার রিদুয়ানুল হক, দপ্তর সম্পাদক আবদুল হামিদ, নির্বাহী সদস্য আলী ওমর ও কামরুল সায়েম প্রমূখ।
এদিকে চকরিয়া সিটি কলেজের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজটির অধ্যক্ষ সালাহউিদ্দন খালেদসহ কলেজের শিক্ষকবৃন্দ।