বিএনপি – জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে লোহাগাড়ায় ছাত্রলীগ,যুবলীগ ও শ্রমিকলীগের মিছিল
লোহাগাড়া বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
মঙ্গলবার ( ৩১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনুর নেতৃত্বে এ মিছিল হয়। পরে মিছিলটি বটতলী মোটর স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল হক নুনু বলেন, অবরোধের নামে বিএনপি- জামায়াত কোন প্রকার নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় মাঠে ছিলাম, আছি এবং আগামীতে থাকবো।
মিছিলে সৌদি আরব জেদ্দার বঙ্গবন্ধু পরিষদ আল-জাহারা শাখার সভাপতি হোসেন মোহাম্মদ রুবেল, উপজেলা যুবলীগের নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বোরহান সোবহান, আওয়ামী লীগ নেতা ওসমান গণি,যুবলীগ নেতা এনাম, হামিদ, জসিম, জাহাঙ্গীর,রেজাউল করিম, মোজাম্মেল, মোহাম্মদ মুফিজসহ অসংখ্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।