বার আউলিয়া ডিগ্রী কলেজ গভর্নিং কমিটি ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ৪০ বছর পূর্তি সংক্রান্ত বিষয় নিয়ে লোহাগাড়া প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় করেন।
১৮ ই জানুয়ারী -২৫ শনিবার দুপুর ১২ টার সময় কলেজ হল রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বার আউলিয়া ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিক তার লিখিত বক্তব্যে বলেন,
বার আউলিয়া ডিগ্রী কলেজ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সুপরিচিত। সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে এ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ছড়িয়ে আছে, কাজের ব্যস্ততার কারণে একজন অপরজনের সাথে এক সাথে কথা বলার সময়টুকু পাইনা, কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে একটি যোগাযোগের সেতুবন্ধনের জন্য প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০ বছর প্রতি উপলক্ষে একটি মিলন মেলা। উক্ত মিলন মেলায় প্রাক্তন সকল শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকা শুভাকাঙ্খীরা উপস্থিত থাকবেন এবং দ্রুত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং সকলের উপস্থিতিতে উক্ত মিলনমেলা কে একটি মহামিলন মেলায় রূপান্তরিত করার জন্য আহ্বান জানানো হয় ।তিনি আরো বলেন আগামী ৭ই ফেব্রুয়ারি সকাল সাড়ে আট টায় কলেজ গভার্নিং বডির পক্ষ থেকে ৪০ বৎসর বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আমিরাবাদ স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে বর্ষপূর্তি উপলক্ষে সূধী সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুরে খাবার পরিবেশন করা হবে । ৮ই ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে যার মধ্যে রয়েছে কলেজের স্মৃতিচারণ, মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান, মেজবান র্যাফেল ড্র সহ আরো বিভিন্ন প্রকার প্রোগ্রাম অনুষ্টিত হবে।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীরন্দ্র দেব নাথ,প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন বিজ্ঞ আইনজীবী (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ।প্রক্তান শিক্ষার্থী পরিষদের সদস্য,সালাহ উদ্দিন চৌধুরী (সোহ