বান্দরবান জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার

বান্দরবান জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার

(বিশেষ প্রতিনিধি)চট্টগ্রাম,

বান্দরবান জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার হিসেবে লামা উপজেলা ইউএনও মোস্তফা জাবেদ কায়সার’কে ২০২২-২০২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।

শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি।

রবিবার (২৫ জুন”২০২৩ইং) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে লামা উপজেলার ইউএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার’র হাতে এ শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এছাড়াও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপার লামা উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমার এই প্রাপ্তি কর্মস্পৃহাকে আরও গতিশীল করবে। এ পুরস্কার আগামীতে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাদের’কে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *