বান্দরবানে এপিবিএন এর অভিযানে JeetWin অনলাইন জুয়ার জুয়াড়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলার সদর থানাধীন পৌরসভার বালাঘাটা বাজার এলাকা হতে ২এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এর অভিযানে JeetWin অনলাইন জুয়া খেলার মোবাইল ফোন সহ একজনকে আটক করা হয়।
রবিবার, ২৭ আগস্ট সন্ধ্যা আনুমানিক ০৭.৫০ ঘটিকার সময় ২এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় মেঘলা বান্দরবানে কর্মরত এসআই (নি:) মোহাম্মদ আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে একটি টিম বালাকাটা বাজার এলাকায় অবস্থান করলে জানতে পারেন বালাঘাটা বাজার সংলগ্ন রাস্তার পূর্ব পাশে একটি দোকানে কিছু লোক অনলাইন ভিত্তিক জুয়ায় নিয়মিত অংশগ্রহণ করেন। ততঃপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করলে আসামি মোঃ মানিক (৪৮)’কে জুয়া খেলায় নিজ মোবাইলে রক্ষিত আলামত সহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় ডিজিটাল নিরাপত্তা ও প্রকাশ্য জুয়া আইনে মামলার রুজু করা হয়।