বাকলিয়ায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

বাকলিয়ায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে ৮০০ পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে এ ইফতার ও সেহেরী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে সেই নির্দেশনা মতে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এসব কাজ করছি তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

উক্ত ইফতারি বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা শাহেদ আলী ও ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায়,সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন।এতে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক মোঃ ইসহাক, ১৭,১৮,১৯ এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রুজি, প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী শামসুল আলম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেকান্দর, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আলমগীর, এ ইউনিট সভাপতি আবু তৈয়ব বাবু, সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম-সাধারন সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন,যুবলীগ নেতা শওকত আলী,মনিরাজ মনি,হেলাল উদ্দিন, জামাল উদ্দিন সেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ খোকন,মুহাম্মদ জাবেদ,আয়ুব নবী,সাদ্দাম হোসেন হিরু, মুহাম্মদ মিজান,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম রনি, ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আকতার জামান রানা ও সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক ইমাম হোসেন সাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *