বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শহর শাখার অফিস উদ্বোধন।
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি।
দীর্ঘ ১৪ বৎসর পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শ্রমিক কল্যান ফেডারেশনের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ নভেম্বরের -২৪ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ মাক্কা টাওয়ারের দ্বিতীয় তলায় এই অফিস উদ্বোধন করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও লোহাগাড়া বটতলী শহর শাখার সভাপতি রফিক দিদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি শফিউল আলম।প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবু তাহের।প্রধান মেহমান ছিলেন,হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া শহর শাখার আমীর প্রফেসর জালাল আহমেদ।আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক এনাম। নবগঠিত লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বটতলী শহর শাখার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দেশের অসহায়, গরীব,অস্বচ্ছল মানুষের পাশে দাড়িয়ে তাদের সূখে-দূখে সব সময় এগিয়ে আসে। শ্রমিকদের নায্য অধিকার আদায়ে সব সময় শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের দেওয়া বিধান সম্পর্কে শ্রমিকদের সচেতন করা