বড়হাতিয়ায় আমিনুল ইসলামের পক্ষথেকে ২’শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বড়হাতিয়ায় আমিনুল ইসলামের পক্ষথেকে ২’শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

(বিশেষ প্রতিনিধি)

বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, তৃণমূল থেকে উঠে আসা সাবেক সফল ছাত্রনেতা আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত উদ্যোগে থেকে বড়হাতিয়া ইউনিয়নের ২’শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (০২ এপ্রিল”২০২৩ইং) বিকেলে বড়হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

খোকন চন্দ্র দাশের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আলতাফ উদ্দিন সহ আরও অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *