প্রত্যাশীর উদ্যোগে মাইগ্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে এনজিও সংস্থা প্রত্যাশীর উদ্যোগে মাইগ্রেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ মার্চ) সকাল ১১টায় বন্দর সেন্টারস্থ অভিজাত দেয়াং রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সাম্ভাব্য বিদেশীগামী,নিরাপদ অভিবাসন নিয়ে বিভিন্ন তথ্য,আইনি সহায়তা এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেন সিমস প্রকল্প প্রত্যাশীর জেলা কোডি-নেটর রশিদা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সিমস প্রকল্প প্রত্যাশী সদস্য ও বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্য ফরহাদ খান, রুপন বসু,মোঃইদ্রিস, জাহাঙ্গীর আলম,মহিলা ইউপি সদস্য রুমি আকতার,বতলু আকতার,বুলবুল আকতার, ইউডিসি কুসুম আকতার,সাজেদুল করিম সাজু,হুমায়ন কবির খোকন,ইকবাল, সিমস প্রকল্প প্রত্যাশীর ইউনিয়ন সোশ্যাল মোবিলাজার আবুল ফয়েজ,সাংবাদিক ফরহাদুল ইসলাম, সাংবাদিক আরফাত, ইউনিয়ন জি এম সি কমিটি ও ইউনিয়ন মাইগ্রেশন ফোরামের সদস্যসহ ইউনিয়নের মান্যগন্য ব্যক্তিবর্গ।