পাগলা কুকুর কামড়ে দিলো পথচারীদের
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে দুই কুকুর পাগল হয়ে পথচারীদের কামড়ে আহত করার ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ মে) সন্ধা ৬টা থেকে হঠাৎ কুকুর দু’টি চাতরী চৌমুহনী বাজার এবং আশেপাশের গ্রামে ডুকে পথচারী-এলাকাবাসীর উপর হামলা চালায়।
স্থানীয় আজম খান জানায়, সন্ধার দিকে হঠাৎ চৌমহনী বাজার, মোহাম্মদ আলী বাড়ি, চাতুরী স্কুল রোড় ম্যাজিস্ট্রার কলোনির আলমগীর (৪৫), বিকাশ (৪০), গিয়াস (৫৫), মুহসিন (৪৫), অভি (১০)সহ আরো বেশ কয়েকজনকে একটা লাল কুকুর এবং একটা কালো কুকুর কামড়ে দেয়। কুকুর দু’টিকে এখনো মারা সম্ভব হয়নি।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিশাত জানান, কুকুরে কামড়ে আহত হয়ে চাতরী চৌমুহনী এলাকা থেকে নুরুল আমিন (৪০)
সাহাব উদ্দিন (৩১), সাহেদ (৩০), আদনান (৩০), মুজাম্মেল (৪৫) নামের পাঁচজন চিকিৎসা নিতে এসেছে। শুনেছি ওই এলাকায় দু’টি কুকুর পাগল হয়ে আরো বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে।