পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাইমারী স্কুলে শেখ রাসেল দিবস উদযাপন।
লোহাগাড়া চট্টগ্রাম,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর -২৩ ইং দুপুর ১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ প্রাইমারী স্কুলের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ জাকেরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হেলাল উদ্দীন।
তরুণ ছাত্র নেতা ও সমাজ সেবক সাকিবুর রহমান তোয়াছিন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকেরিয়া ছাত্র ছাত্রীদের উদ্যোশে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে তোমাদের গুরুত্ব অপরিসীম তাই সময় নষ্ট না করে মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলবে হবে।নিজেরা ভাল রেজাল্ট করে এই স্কুলকে লোহাগাড়া উপজেলার একটি শ্রেষ্ঠ প্রাইমারি স্কুল হিসেবে রুপান্তর করতে হবে, স্কুলের অবকাঠামো উন্নয়ন, লেখাপড়ার গুণগত মান আরো ভাল করার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করি
এই সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।