নিয়ামতপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

নিয়ামতপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ২০২২-২০২৩ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায় কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার ৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়নে এ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ইউএনও লিজা আক্তার বিথী।

এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম,৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ নঈম, ইউপি সদস্য মনোয়ার হোসেন এবং আতাব উদ্দিন প্রমূখ।

এব্যাপারে নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) কাজের ২য় পর্যায়ে ২ হাজার ৪৩৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ৮ ইউনিয়নে ৪০ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। একদিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি পাবেন ৪০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *