নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন তরুণ সমাজ সেবক সিরাজুল ইসলাম
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী শিকটতলী পাড়ার রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন স্থানীয় তরুণ সমাজ সেবক সকলের প্রিয় সিরাজুল ইসলাম (নেতা সিরাজ)।
রবিবার (২ এপ্রিল) ভোর সকালে কাজ শুরু করে বিকাল পর্যন্ত কাজ করে ৷ ইউনিয়নের অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও এ রাস্তায় এখনো উন্নয়নের ছোঁয়া না লাগায় পথচারীদের কষ্টের শেষ নেই ৷ চালিয়াতলী -উত্তরনলবিলাসহ বিভিন্ন বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাতায়াত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় পথচারীরা। রাস্তাটি গ্রীষ্মকালে সামান্য চলাচল সহনীয় হলেও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে। তখন হেঁটে চলাচল বিপৎজনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের।
তরুণ সমাজ সেবক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার ক্ষুদ্রতম প্রচেষ্টা থেকে গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগ লাগব হবে এ কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। সাথে স্থানীয় সচ্চল ব্যক্তিদের গ্রামের এরকম ছোটখাট সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান করছি ৷
একাধিক এলাবাসির সাথে কথা বলে জানা যায়, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন বৃদ্ধ ও মহিলা, শিশু ও শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ। গ্রীষ্মকাল যেমন-তেমন চলাফেরা করতে পারলেও বর্ষাকালে পথচারিদের কষ্টে সীমা থাকে না। এ রাস্তাটি প্রশস্ত ও পাকা হলে অত্র এলাকার মানুষের কষ্ট লাগব হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং অত্র গ্রামের পথচারীদের দিকে থাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ৷ পথচারিদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসে সিরাজুল ইসলাম এমন মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি ৷