নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হলো আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি
মোঃরিদুওয়ানুল হক চট্টগ্রাম ব্যুরো-চীফ
চট্টগ্রামে আনন্দ টিভি পরিবারের পক্ষে থেকে কেক কেটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
এসময় আনন্দ টিভির চট্টগ্রাম প্রতিনিধি মোঃরিদুওয়ানুল হক-এর সভাপতিত্বে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উত্তর দক্ষিণ ডিবির ডিসি ও গোপালগঞ্জের পুলিশ সুপার (-নিহাদ আদনান তাইয়ান-)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (-তানভির ফরহাদ শামিম-)।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ নেতা মাহফুজুল হক চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অতিথিরা আনন্দ টিভি কে শুভেচ্ছা জানান এবং চ্যানেলটির সাফল্য কামনা করেন। এরপর অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে আনন্দ টিভি। দ্রুত সময়ের মধ্যে সংবাদ সরবরাহ করতে গিয়ে অনেক মিডিয়া প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে করে অনেক সময় ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়। আনন্দ টিভি সেই ক্ষেত্রে ব্যতিক্রম। তারা গণমানুষের কথা বলে।
আনন্দ টিভি যাত্রার শুরু থেকেই ইতিবাচক সফলতা অর্জন করেছে যা সত্যিই প্রশংসনীয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ এই আনন্দ টিভি সর্বক্ষেত্রে দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তৃণমূল পর্যায়ের মানুষের দু:খ দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নমূলক কাজের চিত্র সংবাদ প্রচারের মাধ্যমে জনগণকে জানানোর ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।