নওগাঁর মহাদেবপুর থেকে ওমরাহ হজ্জ্ব আদায় করতে গিয়ে গোলাম সারোয়ার নামে এক বাংলাদেশি নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর থেকে ওমরাহ হজ্জ্ব আদায় করতে গিয়ে গোলাম সারোয়ার নামে এক বাংলাদেশি নিখোঁজ

স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবে ওমরাহ হজ্জ্ব আদায় করতে গিয়ে গোলাম সারোয়ার নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে ।

নিখোঁজ সারোয়ার রাজশাহী বিভাগ ও নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর উপজেলার ৭ নং সফাপুর ইউনিয়নের বৃন্দারামপুর গ্রামের মৃত ছহির উদ্দিন স্বর্ণকারের ছেলে এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু’র আপন দুলাভাই । তার পাসপোর্ট নং- EJ O140936.

তিনি গত ৬ মার্চ সকালে বাড়ি থেকে বেড়িয়ে নওগাঁর মহাদেবপুর বাসস্ট্যান্ডের বাগানবাড়ী সুপার মার্কেটের ২য় তলার ”মেহেদী এয়ার ট্রভেলস্ ট্রেড” নামক হজ্জ্ব ও ওমরাহ এজেন্সির মাধ্যমে ঢাকা হাজী ক্যাম্পে যান। এরপর ৭ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে রওনা দেন। এরপর ৮ ই মার্চ তিনি এবং অন্যান্য যাত্রীরা সৌদি আরবে পৌঁছেন। এরপর গত ৯ ই মার্চ মক্কার দ্বারে আল বাইয়ান (সাবেক হেরা হোটেল) দ্বারে আল খলিল এর পাশে, দাখেলা রোড, মিসফালা এলাকা থেকে অনাকাঙ্খিতভাবে হারিয়ে যান তিনি। সেদিনের পর থেকে অদ্যবধি তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে বা বলে জানিয়েছেন মেহেদী এয়ার ট্রভেলস্ ট্রেড” নামক হজ্জ্ব ও ওমরাহ এজেন্সির মাধ্যমে যাওয়া অন্যান্য যাত্রী,মোয়াল্লেম এবং ওই এজেন্সির মালিক।

‘নিখোঁজ হওয়ার পর গত কয়েকদিন যাবৎ এজেন্সি,মোয়াল্লেম, তার সাথে যাওয়া যাত্রী এবং ওই এলাকায় অবস্থানরত সৌদি প্রবাসীদের মাধ্যমে তাকে মক্কার বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে । যা এখনো অব্যাহত রয়েছে। এরপর হেরেমের পুলিশ স্টেশন, মক্কা মিসফালাহ বাংলাদেশ হজ্ব মিশন এবং মহাদেবপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছে । যদি কোনো ব্যক্তি গোলাম সারোয়ারের খোঁজ পান তাহলে ০১৭১০-১৩৭৭৮২ এই হোয়াটসঅ্যাপ/ইমু নম্বর অথবা mahabubuzzaman setu এই নামের ফেসবুক আইডিতে ম্যাসেজ দিয়ে জানানোর জন্য বীনিতভাবে আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *