নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ জন সাজাপ্রাপ্ত , ৫জন মাদক ও ৮ জন ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলায় সর্বমোট ১৪ জন আসামিকে আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে,নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আয়েন উদ্দিন, মহাদেবপুর সদরের বাবলুর ছেলে রুবেল, রামচরনপুর গ্রামের সুশীল চন্দ্রের ছেলে পরিমল চন্দ্র, নিমাই চন্দ্রের ছেলে অসিত কুমার ও রিপন কুমার, মৃত সুরেশ চন্দ্র ওরফে অধির চন্দ্রের ছেলে নিমাই চন্দ্র,ফাজিলপুর গ্রামের মেহেরুল মন্ডলের ছেলে ইমরুল কায়েস, খোদর্নারায়নপুর গ্রামের মৃত অরুন ঋষির ছেলে রঘুনাথ ঋষি, চান্দা আলীপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে সাগর হোসেন,নৈখটি গ্রামের আবুল কাশেমের ছেলে হারুন অর রশিদ, রাইগাঁ গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবুল কাশেম, কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন, দুলালপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আতোয়ার হোসেন এবং রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আয়েন উদ্দিন সাজাপ্রাপ্ত আসামি। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *