নওগাঁর মহাদেবপুরে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আঞ্চলিক ভবন উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’র আঞ্চলিক ভবন উদ্বোধন

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেসরকারী সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আঞ্চলিক ভবন উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার নওহাটা মোড় (বাগধানা)এলাকায় বেসরকারী সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে এ আঞ্চলিক ভবন উদ্বোধন করা হয়।

এসময় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উপ-পরিচালক মনসুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি জনাব এ.এস.এ মুইজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহ-সভাপতি অধ্যাপক হোসনে আরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,সরোয়ার হোসেন,হারুন-অর রশীদ,মোল্লা আজাদুল হক,খালেদুর রহমান,আয়ুব আলী এবং কামাল হোসেন প্রমূখ।

এসময় প্রধান অতিথি এ.এস.এ মুইজ বলেন, পল্লী শিশু ফাউন্ডেশন সব সময় প্রান্তিক মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে । এবার নিজস্ব ভবনের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি প্রত্যয় ব্যাক্ত করেন। অপরদিকে বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম বলেন, আগামীতে তৃনমুললের মানুষের কল্যানে আরো বেশি কাজ করতে পল্লী শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে । তিনি মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করার তাগিদ দেন ।

শেষে নতুন আঞ্চলিক ভবন উদ্বোধনের পাশাপাশি সমৃদ্ধি কর্মসূচি,শিক্ষা কার্যক্রমসহ ঋণ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *