দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনোয়ারা উপজেলা প্রশাসনের অভিযান

আনোয়ারায় মূল্যদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ ) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মালঘর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়
অভিযানের বিষয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম মনিটরিং করা হয় এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।

নামঃ মো আরাফাত
(আনোয়ারা,চট্টগ্রাম)
মোবাইলঃ ০১৬৯০১৭৩৩৪১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *