দক্ষতাই ফ্রিল্যান্সিংয়ের মূল চাবিকাঠি – মুহাম্মদ মহসিন
প্রযুক্তির কল্যাণে আমরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি। দেশে বসেই বিদেশের নামিদামি কোম্পানি সঙ্গে কাজ করতে পারছি। সেইসঙ্গে খুব ভালো মানের সম্মানিও পাওয়া যাচ্ছে। এসব কিছুর পেছনে যে পেশা উল্লেখযোগ্য, তা হলো ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং বর্তমানে সবচেয়ে আলোচিত পেশা। যার মাধ্যমে একজন দক্ষ লোক যে কোনো জায়গা থেকে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। আমাদের শিক্ষিত যুব সমাজ ৬-৭ বছর আগেও অনলাইনে ক্যারিয়ার গড়ার স্বপ্ন তেমন দেখেনি। বর্তমানে এখন এটি সম্মানজনক পেশায় পরিণত হচ্ছে।
সঠিক ধারণা ও জ্ঞান থাকলে যে কেউ তৈরি করে নিতে পারেন তার উজ্জ্বল ভবিষ্যৎ। যদি অনলাইনে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন, সে ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হলো- কঠোর পরিশ্রম, কাজের যোগ্যতা এবং ইংরেজিতে ভালো দক্ষতা।
এমনই এক তরুণ মুহাম্মদ মহসিন। তিনি চট্টগ্রাম থেকে কাজটি করছেন। মুহাম্মদ মহসিন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল বিপণনকারী। বই, সংগীত, ভিডিও, অভিনয়, ইউটিউব টিউটোরিয়াল, ব্লগিংসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেছেন। তার আগ্রহ প্রযুক্তি, সংগীত, ডিজিটাল বিপণন ও লেখালেখিতে।
জানা যায়, Mohammad Mohsin নামে নিজের একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট দিয়ে কাজ শুরু করেছিলেন এ তরুণ। দেখতে দেখতে দীর্ঘ পথচলায় এখন তিনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিত। মুহাম্মদ মহসিন একাধারে একজন সংগীত ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা।