থামনো যাচ্ছে না বাইট্টা কাসেমকে ইয়াবাসহ পূণরায় সেনাবাহিনীর হাতে আটক
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
লোহাগাড়ার চিহ্নিত মাদক মাদক সম্রাট সাবেক ইউপি সদস্য আবুল কাশেম(প্রকাশ বাইট্টা কাশেম)ইয়াবাসহ সহ পূণরায় সেনাবাহিনীর হাতে আটক।
৫ ই নভেম্বর (মঙ্গলবার)ভোর ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে দরবেশ হাট রোড সংলগ্ন রাহা- জিহা সুপারশপে অভিযান চালিয়ে ইয়াবাসহ সহ কাশেমকে আটক করে সেনাবাহিনীর একটি টিম। এসময় তার কাছ থেকে ৮৩ পিছ ও তার স্বীকারোক্তিতে দোকান থেকে ৪ শত ৭৬ পিস সহ মোট ৫৪৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।আটক আবুল কাশেম ইতিপূর্বে পুলিশ ও যৌথবাহিনীর হাতে একাধিক বার আটক হয়। মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আটক আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম লোহাগাড়া সদর ইউনিয়ন জোনাবীর পাড়া গ্রামের মৃত এনায়েত আলীর ছেলে ও লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সহ আবুল কাশেম(৫০) নামে এক ব্যাক্তিকে আটক করে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ আরিফুর জানান, আটক আবুল কাশেমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সকালে থাকে আদালতে সোপর্দ করা হয়েছে।