তেলের ট্যাংকে ৩৫ হাজার ইয়াবা, প্রাইভেটকার সহ আটক ১
জমির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩৫ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করছে থানা পুলিশ। প্রাইভেট কারের তেলের ট্যাংকের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ জালাল(৩৪)। তিনি কক্সবাজার জেলার মোহাজের পাড়া এলাকার ইউসুফের পুত্র।
২৫ মার্চ সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জের সামনে এই অভিযান চালানো হয়।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চুনতি নামক স্থানে চট্টগ্রাম অভিমূখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে যাত্রী বসার সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবার প্যাকেটগুলো জব্দ করা হয়। প্যাকেটগুলোতে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।