তরুণ উদ্দোক্তা মোঃ জাকেরিয়া পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

তরুণ উদ্দোক্তা মোঃ জাকেরিয়া পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি,
১৫ ফেব্রুয়ারি ২৩ ইং (বুধবার) সকাল ১১ টায় স্কুল হল রুমে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়,উক্ত সভায় কমিটির সকল সদস্যদের সম্মতিতে মোহাম্মদ জকরিয়াকে লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ ভট্টাচার্য্যসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ জকরিয়া বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠোমোগত মানউন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। গরীব অসহায় শিক্ষার্থীদের যে কোন শিক্ষা সামগ্রী আমি বিনামূল্যে প্রদান করব।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সন্তানদের প্রতিদিন পরিপাটি করে স্কুলে পাঠাবেন,শিক্ষা সংক্রান্ত কোন পরামর্শ থাকলে স্কুলে এসে শিক্ষক কিংবা আমাকে জানাবেন। আমি আপনাদের পরামর্শ গুরুত্ব সহ কারে নিব, আমি আপনাদের সহযোগিতার মাধ্যমে উপজেলার একটি শ্রেষ্ঠ স্কুল উপহার দিব।

গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সাংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১জানুয়ারী পশ্চিম আমিরাবাদ মাষ্টার পাড়া নিজ বাড়িতে জন্ম গ্রহণ করেন, লোহাগাড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসা থেকে ২০০০ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৯ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এম এস এস (অর্থনীতি) বিভাগ নিয়ে পড়ালেখা শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *