টাঙ্গাইলের মধুপুরে পুলিশ চেকপোস্ট উদ্বোধন
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর ঢাকা -টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর সভাধীন নরকোনা এলাকায় পুলিশ চেকপোস্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা -টাঙ্গাইল – জামালপুর আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন নরকোনা এলাকায় মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর বাস্তবায়নে এ পুলিশ চেকপোস্ট উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত সরকার মোহাম্মদ কায়ছার বিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) মোঃ শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন,সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মো সিদ্দিক হোসেন খান, আলোকদিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবু নাইম মো জিহাদ , অরণখোলা পুলিশ ফাড়ি ইনচার্জ আঃ ছাত্তার সহ মধুপুর থানার সকল পুলিশ অফিসার, সাংবাদিক, পুলিশ সদস্য, ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।