টাঙ্গাইলের মধুপুরে পিরোজপুর নার্সারী উন্নয়ন সংস্হার বিনা মূল্যে বৃক্ষ রোপন কর্মসূচী
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
” আজকের একটি ছোট গাছ, আগামী দিনের বেকারত্ব করবে নাশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল মধুপুরের পিরোজপুর নার্সারী উন্নয়ন সংস্হার উদ্যোগে বিনা মূল্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৫জুলাই) দিনব্যাপী মধুপুর থানা চত্তরে বিনা মূল্যে বিতরণকৃত গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, নার্সারী উন্নয়ন সংস্হার সভাপতি মো. আকতার হোসেন, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আবু হানিফ সহ নার্সারী উন্নয়ন সংস্হার সকল নেতৃবৃন্দ। নার্সারী উন্নয়ন সংস্হার নেতৃবৃন্দ জানান মধুপুর থানার পুকুরের চতুরপার্শে ও থানার সন্মুখে ফলজ, ফুল,ঔষধী,শোভা বর্ধনকারী ৩ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনা মূল্যে রোপণ করা হয়। এসময় প্রেসকাবের সভাপতি আঃ হামিদ সহ সাংবাদিকগন উপস্হিত ছিলেন।