টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা ছিনতাইকারী আটক
আঃ হামিদ টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছেন মধুপুর থানা পুলিশ।জানা যায় রবিবার রাত দুইটার দিকে মধুপুর পৌরসভাধীন টেকীপাড়া নাগবাড়ী এলাকা থেকে অটোরিক্সা ছিনতাই কালে লিমন (২০) নামে ১ ছিনতাইকারীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।ছিনতাইকারী লিমন চাড়ালজানী গ্রামের জুলহাস উদ্দিন (ভুট্রোর) ছেলে। মধুপুর থানার এস আই ফরহাদ জানান অটোরিক্সা ছিনতাই কালে অটোরিক্সা চালক শফিকুলের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী লিমনকে আটক করলেও এসময় অন্য ছিনতাইকারীগন দৌড়ে পালিয়ে যায় পরে পুলিশকে খবর দিলে তাৎখনিক মধুপুর থানার এসআই ফরহাদ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্হলে যান ছিনতাইকারী লিমনকে আটক করে পুলিশ হেফাজতে নেন এবং পালিয়ে যাওয়া ছিনতাইকারীদেরকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।