জয়পুরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জয়পুরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ দ্বিতীয় বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার পালন করা হচ্ছে জয়পুরহাটে।
সকাল ৮ টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদুর পক্ষে প্রতিনিধি, জেলা বিচার বিভাগ, পুলিশ সুপার এর নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা আওয়ামীলীগসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *