চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ নেতৃবৃন্দের সাক্ষাৎ
চট্টগ্রাম প্রতিনিধি:
দুর্নীতিমুক্ত ও শ্রমিকবান্ধব বন্দর পরিগঠনের প্রত্যাশার লক্ষ্যে
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল এস. এম. মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানা সভাপতি আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াসিনসহ নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে দুর্নীতিমুক্ত ও শ্রমিকবান্ধব বন্দর পরিগঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রস্থল। কেবল বাংলাদেশই নয়; বরং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বন্দর চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর দুর্নীতি ও বৈষম্যমুক্ত হলে দেশের অর্থনীতির ওপর এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। চট্টগ্রাম বন্দরের অন্যতম চালিকাশক্তি কর্মরত শ্রমিকরা। শ্রমিকরা ভালো থাকলে বন্দর ভালো থাকবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, সুন্দর কর্মপরিবেশ ও সার্বিক অধিকার সুরক্ষার ওপর জোর দেন নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বন্দরের সুরক্ষা, পরিগঠন ও সংস্কারে কর্তৃপক্ষকে যেকোনো সহায়তা প্রদানে ইসলামী শ্রমিক সংঘ প্রস্তুত বলে জানান নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বন্দর থানার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিকনেতা রবিউল হাসান, রেজাউল করিম সেলিম, শাহ আলম, মোহাম্মদ আমান, বজলুর রহমান, মোহাম্মদ বাহ্লুল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আতিক, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ আনোয়ার, কামাল উদ্দিন ও আবু তালেব প্রামাণিক।