চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিসবাহ উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে মামলা
নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাতকানিয়া কেরানীহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মিসবাহ উদ্দিন সদ্য কুরআনিক সায়েন্স বিভাগে জুনিয়র প্রভাষক হিসাবে নিয়োগ পান।চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন এর বিরুদ্ধে ফেইসবুকে ও ইলেকট্রনিকস ডিভাইস এর মাধ্যমে মিথ্যা প্রপাগাণ্ডা, মানহানিকর,কুৎসারটনা ও সমাজজীবনে বিশৃংখলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিজ্ঞ আইনজীবী বাদী হয়ে ২০.০৬.২৩ ইং বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ে করলে,বিজ্ঞ আদালত উক্ত মামলা আমলে নিয়ে কাউন্টার টেররিজম চট্টগ্রাম কে তদন্তের নির্দেশ প্রদান করেন,যাহার নং ৩৩৬/২০২৩। আসামী মিসবাহ উদ্দিন এর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ঘোনা পাড়ার বাসিন্দা মিসবাহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাবার পর হতে নিজেকে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব ড. আবুরেজা নদভী এমপির একান্ত লোক দাবী করে এলাকার জনমনে অবৈধ ক্ষমতাপ্রদর্শনের অভিযোগ আছে যাতে এমপি সাহেবের সুনাম নষ্ট হচ্ছে।