চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় টংকাবতী খালে মৈত্রী সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে
মোঃরিদুওয়ানুল হক, চট্টগ্রাম ব্যুরোঃ
সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার সিমান্তে সাতকানিয়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অবস্থিত টংকাবতী খালের উপর মৈত্রী সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ইং বিকেলে ৪ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ সেতুর কাজের শুভ উদ্বোধন করা হয়, এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য ড.আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দীন নদভী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক,জেলা পরিষদ সদস্য আবদুল আলিম ও এরফানুল করিম চৌধুরী প্রমুখ।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় ডক্টর নদভি এমপি বলেন, জামায়াত-বিএনপি বরাদ্দের টাকা দিয়ে অস্ত্র কিনেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করছেন। সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা সরকারের বারবার দরকার।
প্রধান অতিথি বলেন,বিএনপি-জামায়াত দেশে আবারো আগুন সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। এবং যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ’র পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রসঙ্গ গারাংগিয়া-বারদোনা-আমিরাবাদের মিলনস্থল টংকাবতী মোহনায় সাতকানিয়া লোহাগাড়া মৈত্রী সেতু ত্রিমুখী এই ব্রীজটি নির্মিত হওয়ায় স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবী পূরণের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে জানিয়েছেন অতিথিরা।