চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী

চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী

চকরিয়া প্রতিনিধি

 

‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য র‌্যালি শেষে থানা হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়ার ( কক্সবাজার) ১ আসনের সংসদ সদস্য জাফর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম এমপি বলেন, কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার পাশাপাশি বর্তমান বিরোধী দলের জ¦লাও পোড়াও এবং ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধেও সজাগ থাকতে হবে। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গাতিশীল করার পরামর্শ দেন তিনি।
পরে কমিউনিটি পুলিশিংয়ে দায়িত্বশীল ভুমিকা রাখায় থানার এসআই কামরুল ইসলাম ও কমিউনিটি পুলিশিং কমিটির দপ্তর সম্পাদক সাইফুল ইসলামকে আইজিপি প্রদত্ব ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাহত-উজজামান, চকরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, অধ্যাপক একেএম শাহাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *