কাহালু ও দুপচাঁচিয়ার সীমান্তে কালাই বলতলার মোড় নগর নদের বুক চিরে চলছে মাটি কাটা ও বালু উত্তোলনের রমরমা ব্যবসা।
মোঃআব্দুস ছালাম মীর সিনিয়র রিপোর্টার, বগুড়াঃকাহালু ও দুপচাঁচিয়া উপজেলার সীমান্তে কালাই বলতলার মোড় নামক স্হানে মাটি কাটা ও বালু উত্তোলনের রমরমা ব্যবসা চলছে।প্রশাসন কতৃক ইতিপূর্বে মাটি কাটা ও বালু উত্তোলনের বন্ধ করে দেওয়া সত্বে ও পুনরায় মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ হয় নাই,মাটি ও বালু ব্যাবসায়ীরা প্রশাসন কে বৃদ্ধা আগুল দেখিয়ে মাটি কাটা ও বালু উত্তোলন চলমান রেখেছে। তাদের দাপটে এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায় না।নগর নদের বুক চিরে গভীর ভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ফলে নদের বেশ কিছু আবাদী জমি হুমকির মূখে, বর্ষাকালে বৃষ্টিতে ও নদের স্রোতে আবাদী জমি নষ্ট হবে বলে জানান এলাকাবাসী। কালাই এলাকার চিহ্নিত বালু ও মাটি ব্যবসায়ী হাসু, রফিকুল,আলামিন,মামুন বাহিনীর ভয়ে সাধারণ লোকজন মূখ খুলতে ও ভয় পায়,নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান প্রতিবাদ বা সাংবাদিক ও পুলিশদের খবর দিলে তাদের উপর চলে অমানুষিক নির্যাতন,কাজেই তাদের ভয়ে সবাই চুপচাপ।
এমত অবস্হায় প্রশাসন কঠোর হস্তক্ষেপ না নিলে নদের গর্ভে বিলীন হবে পাশ্ববর্তী আবাদী জমি।তাই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।