কক্সবাজারে ৫ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজার সদর থানার আলীরজাঁহাল এলাকায় ডিএনসি’র অভিযানে দম্পতিকে আটক করে ৷
শনিবার (১ এপ্রিল) আনুমানিক বিকাল ৪.৩০ কক্সবাজার সদর থানার আলীর জাঁহাল এলাকায় অভিযান চালিয়ে জিয়াবুল ইসলাম (৪০) ও স্ত্রী আক্তার বেগমকে আটক করে ৷ আটকৃতরা পৌরসভার হক টাওয়ার-২, আলীরজাঁহাল একার বাসিন্দা ৷
গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০০০(পাঁচ হাজার) পিস ইয়াবা ও মাদক বিক্রিলব্ধ ২০০০০(বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। আটকৃরা টেকনাফের হোয়াইক্যং এর কাঞ্জর পাড়ার স্থায়ী বাসিন্দা ছিল ৷
সদর থানার ওসি বলেন, উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।