এপেক্স জেলা গভর্ণরের সাথে পটিয়া ক্লাবের মতবিনিময়
কমভাগ্যবান মানুষের সেবায় আমাদের পথচলায় ব্যাপক সফলতা।
এস এম রমজান আলী, নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার কর্মকর্তারা জেলা ০৩ এর গর্ভণর এপেক্সিয়ান সোপংকর বড়ুয়ার সাথে গত শুক্রবার বান্দরবান সদরে এক সৌজন্যে সাক্ষাৎ করে মতনিবিময় সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় কমিটির আজীবন সদস্য এপেক্স ক্লাব অব বান্দরবান নীল আচলের ফাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান হাবিবুর রহমান, পটিয়া এপেক্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম, সেক্রেটারি এন্ড ডিএনই এডিটর এপেক্সিয়ান লিয়াকত আলী, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মীর এরশাদুর রহমান, এপেক্সিয়ান এস এম রমজান আলী প্রমুখ।
এতে জেলা ০৩ এর গর্ভণর বলেন এপেক্স ক্লাব আজ সারাদেশে মানবিক সংগঠন হিসাবে রুপ পেয়েছে। কম ভাগ্যবান মানুষের উন্নয়নে এপেক্স ক্লাব অব পটিয়া যে কাজগুলো করেছেন তা সত্যিই প্রসংশনীয়। আমরা সকলে মিলে জাতীয় সভাপতির থীম “UNITY IS STRENGTH” বাস্তবায়ন করতে কাজ করি।
সকলের প্রচেষ্টায় আরও বেশি বেশি কাজের মাধ্যমে এপেক্স ক্লাব আরও সফলতা অর্জন করবে সেটাই আমার প্রত্যাশা। পরে জেলা গর্ভণর সোপংকর বড়ুয়া পটিয়া ক্লাবের কর্মকর্তাবৃন্দ বান্দরবানে এসে তারসাথে সাক্ষাতে মিলিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।