আানোয়ারায় সার্ভেয়ারের উপর সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ
আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় পেশাগত কাজ করতে গিয়ে মো. আব্দুল আজিজ নামের এক সনদপ্রাপ্ত সার্ভেযারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১৬ আগষ্ট দুপুরে উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মো. ইউনুছের পুত্র তৌফিক ইউনুছের বিরুদ্ধে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার সার্ভেয়ার আব্দুল আজিজ। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নে বিডিএস জরিপ কাজ চলমান রয়েছে। হামলার শিকার সার্ভেয়ার আব্দুল আজিজ তাকে হামলাকারী তৌফিক ইউনুছ ও তার চাচাতো ভাই মো. কামালের ভিটে-বাড়ী পরিমাপ করে সবাইকে একটি প্রতিবেদন প্রদান করে। উক্ত পরিমাপের ফলে তৌফিক ইউনুছের দখলে থাকা প্রায় ১৪ শতক ভূমি মো. কামাল উদ্দিনকে ছেড়ে দিতে হয়। এবং এই প্রতিবেদনের ভিত্তিতে মো. কামাল উদ্দিন বেডিএস অফিস থেকে তার নামে খসড়া খতিয়ান সৃজন করে। গত ১৬ তারিখ স্থানীয় বিডিএস অফিসে তৌফিক ইউনুছ তাকে প্রদান করা প্রতিবেদনটি হারিয়ে গেছে বলে আরেকটি প্রতিবেদন দাবী করে আব্দুল আজিজের কাছে। আব্দুল আজিজ নাই বলাতে ক্ষিপ্ত হয়ে তৌফিক ইউনুছ তাকে উপুর্যপুরি চর, কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সার্ভেয়ার আব্দুল আজিজের নাক ফেটে রক্ত পড়তে থাকে। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্বার করে আনোয়ারা হাসপাতালে ভর্তি করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ জানান, সার্ভেয়ার আব্দুল আজিজ থেকে তৌফিক ইউনুছ একটি কাগজ চায়। সে নাই বলার পর কিছু বুঝে উঠার আগে আব্দুল আজিজকে কিল,ঘুষি মারতে থাকে। পরে আমরা গিয়ে আজিজকে উদ্বার করি।
হামলার শিকার সার্ভেয়ার আব্দুল আজিজ বলেন, এটা আমার পেশা। পেশাগত দায়িত্ব পালনে এভাবে হামলার শিকার হলে আমরা কাজ করব কীভাবে। আমি প্রশাসনের নিকট এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত তৌফিক ইউনুছ বলেন, আমি একটি প্রতিবেদন চাইছি। সে দেয় নাই। সেজন্য কথাকাটাকাটির মাঝে একটু হাতাহাতি হয়েছে।
আনোয়ারা থানার কর্তব্যরত অফিসার এস আই জ্যোতিষ চন্দ্র জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।