আমিরাবাদের খৈয়ার কুলে অবৈধভাবে মাটি কাটার দায়ে জাহেদ নামে এক ব্যক্তিকে ৫০.০০০/ হাজার টাকা জরিমানা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আবাদযোগ্য জামির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাটি খেকো জাহেদ ৫০.০০০/ হাজার টাকা জরিমানা।
১৬ জানুয়ারি২২ ইংরেজি দুপুর ১২ঃ১০ ঘটিকায় লোহাগাড়া উপজেলার অন্তর্গত আমিরাবাদ ইউনিয়নের ০২নং ওয়ার্ড পশ্চিম আমিরাবাদ খৈয়ার কুল এলাকায় আইন অমান্য করে আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটার সাংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট (ভূমি) মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পশ্চিম আমিরাবাদ ০২ নং ওয়ার্ড ঘাসিয়ার পাড়ার আলী আহমেদের পুত্র মোহাম্মদ জাহেদ (৩৫) কে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ সংঘটিত করার দোষ স্বীকার করায় ৫০.০০০/ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে আর করবে না মর্মে অঙ্গীকার নামা প্রদান করেন।
এদিকে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ শাহজাহান বলেন এইটি চলমান অভিযান যে খানে অপরাধ সংঘটিত হবে জনস্বার্থে সেই খানে অভিযান পরিচালনা করা হবে।