আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের মাসিক সভা অনুষ্ঠিত

আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের মাসিক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আরাফাত(আনোয়ারা) চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৃহত ইসলামিক,অরাজনৈতিক, সুন্নি, সামাজিক ও মানবিক সংগঠন “আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদ” এর মাসিক আলোচনা সভা ও আগামী ২৯ শে ফেব্রুয়ারি মাহফিল সফল করার জন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার এশার নামাযের পর অত্র সংগঠনের কার্যালয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমান উল্লাহ পাড়া আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহিম হোসেন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন অত্র সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোহাম্মদ ইয়াসিন৷উক্ত সভায় বক্ত রাখেন অত্র সংগঠনের সহ সভাপতি মোঃ মাঈন উদ্দীন,রবিউল হোসেন (সহ-সাধারণ সম্পাদক),শাকিব ইসলাম (দপ্তর সম্পাদক),মোহাম্মদ আজাদ হোসেন (অর্থ সম্পাদক),সাইদুল ইসলাম আকাশ (সহ অর্থ সম্পাদক),আব্দুল্লাহ আল মুনতাসীর (সাংগঠনিক সম্পাদক),হৃদয় ফারুকী (সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক),আল ওয়ালিদ শাকিল (শিক্ষা বিষয়ক সম্পাদক),নওশাদ নাছের (পাঠাগার বিষয়ক সম্পাদক),মোহাম্মদ হেলাল (সিনিয়র সদস্য),এমরান হোসেন (সিনিয়র সদস্য),উপস্থিত ছিলেন সদস্য ওয়াসিম আকরাম শুভ,ফাহিম ও মানিক৷
উক্ত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সুন্নি সংগঠনের উপদেষ্টা মন্ডলী সদস্য মোহাম্মদ জাহেদ শাহ সহ প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *