আনোয়ারা বৈরাগে ১৮ বছর বয়সী হাফেজের মৃত্যু
মো আরাফাত আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
চট্রগ্রাম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে ক্যান্সার রোগে নিয়ে মুহাম্মদ সাকিব (১৮) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল )বিকাল ৪.৩০মিনিটের দিকে তার মৃত্যু হয়। হাফেজ মুহাম্মদ সাকিব এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুহাম্মদ সাকিব উপজেলার পশ্চিম বৈরাগ ইউনিয়ন হুন্দীপপাড়াগ্রামের মুহাম্মদ নাছির ছেলে। সে বখতিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছাত্র। সে বখতিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসা থেকে সে হিফজ সম্পন্ন করে।দীর্ঘ ৯ মাস ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।