আনোয়ারায় ৩ যুগের ইমামতি শেষে বর্ণাঢ্য বিদায়
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘ ৩৪ বছরের ইমামতি জীবন শেষে বর্ণাঢ্য আয়োজনে বিদায় দেওয়া হয়েছে পীরখাইন পশ্চিমপাড়া বাইতুল ফালাহ্ এবাদত খানার ইমাম মাওলানা আবু তালেবকে।
শুক্রবার (০৫ মে) আসরের নামাজের পর মসজিদ প্রাঙ্গনে প্রবীণ এই ইমামের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল এবং উপহার দিয়ে ইমামকে বিদায় জানানো হয়। এবং অনুষ্ঠান শেষে মোটরসাইকেল শোভাযাত্রা করে সকলের পছন্দের ইমামকে সারা গ্রাম ঘুরানো হয়।
জানা যায়, মাওলানা আবু তালেব ১৯৮৯ সালে জামেয়া ইসলামীয়া জিরি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে বায়তুল ফালাহ্ মসজিদে ইমাম পদে যোগদান করেছিলেন। যোগদানের ৩৪ বছর পর বয়সের ভার এবং শাররিক ভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি ইমামতির পদ থেকে অব্যহত দেন। প্রবীণ এই ইমামের বিদায়ে কান্নায় ফেটে পড়েন এলাকাবাসী।
বিদায় বেলায় নিজের অনুভূতি ব্যক্ত করে সদ্য অবসরে যাওয়া ইমাম মাওলানা আবু তালেব বলেন, মসজিদটির শুরু থেকে আমিই ইমাম হিসেবে নিয়োজিত ছিলাম। আমার পুরো জীবনটায় মসজিদটিকে আঁকড়ে ধরে ছিলাম। তবে শারীরিক অসুস্থতার কারণে আর পেরে উঠা হচ্ছে না। বিদায়বেলায় সকল মুসল্লীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এত সম্মানের সাথে অবসর নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
এবিষয়ে মসজিদের পরিচালক মাওলানা সোলাইমান বলেন, আমরা ছোটো থেকে ওনাকে দেখে আসতেছি। একজন নম্রভদ্র মানুষ হিসেবে এলাকার সবার সাথে মিশে ছিলেন। ওনার বিদায়ে এলাকার সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করি।