আনোয়ারায় ৩ দিন ব্যাপি কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্প”র আওতায় ৬০ জন কৃষককে কৃষির বিভিন্ন নতুন ফসল, জাত ও প্রযুক্তি সম্পর্কে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়।
এসময় প্রশিক্ষক হিসেবে জেলা প্রশিক্ষণ অফিসার নাসির উদ্দিন চৌধুরী, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু কাউসার মো: সারোয়ার, আনোয়ারা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রশিক্ষণে খাতা, কলম, ট্রেনিং ম্যানুয়াল, ব্যাগসহ প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।