আনোয়ারায় ১১ জুয়াড়ি আটক
মো আরাফাত আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি
আনোয়ারায় পৃথক অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৯ অক্টোবর ) রাতে উপজেলার রায়পুর ও হাইলধর ইউনিয়নের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, হাইলধর ইউনিয়নের মোঃ আলমগীর(৩৩),মোঃ ওয়াহিদ (২৪),মোঃ মোক্তার হোসেন(৩৩),রায়পুর ইউনিয়নের নুরুল আমিন(৪৫),আব্দূল মালেক(৫৫),আব্দুল মালেক(৫৬),মোহাম্মদ শাহাদাত হোসেন(৩৫),মোঃ মঞ্জুর আলম(২৭),নুরুল ইসলাম(৪০),মোঃ রফিক(৪৫),মোঃ হেলাল(২৬)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, অভিযান পরিচালনা করে গতকাল দিবাগত রাতে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।