আনোয়ারায় সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের ‘রাজকীয়’ বিদায়

আনোয়ারায় সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের ‘রাজকীয়’ বিদায়

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।

দীর্ঘ ৩৭ বছর ৮ মাস ২৬ দিনের কর্মজীবন শেষে অবসর নিয়েছেন পুলিশ কনস্টেবল প্রসূন কুমার দাশ। । আর বিদায় বেলায় পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আমহদ এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।

রবিবার থানা চত্বরে প্রসূন কুমার দাশের বিদায় সংবধর্নার আয়োজন করা হয়। তার অবসরকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে আনোয়ারা থানা-পুলিশ।

বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত গাড়িতে করে আনোয়ারা   থানার পক্ষ থেকে প্রসূন কুমার দাশকে নিজ বাড়ি চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলায় পৌঁছে দেওয়া হয়।

এর আগে আনোয়ারা থানায় তাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
চট্টগ্রামের বাশখালী উপজেলার সাধনপুর গ্রামে তার জন্ম। তিনি ১৯৮৫ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩৭ বছর ৮ মাস। সর্বশেষ আনোয়ারা থানায় দায়িত্ব পালন করেন তিনি।

প্রসূন কুমার দাশের এক ছেলে এক মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ছোট ছেলে এমবিএ করছে।

কর্মজীবন শেষে এমন আয়োজনে মুগ্ধ প্রসূন কুমার দাশ বলেন, পুলিশের চাকরিতে একজন কনস্টেবলের অবসর সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু আমার বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে কখনও ভাবিনি।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়। বিদায়বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। অবসর কালীন আগামী দিন গুলো যাতে সুস্থ সুন্দর ভাবে কাটে সবািকে তিনি প্রসূন কুমার দাশকে দোয়া করতে বলেন। এসময় আনোয়ারা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *